About us

মার্স্টারস নেট একটি সহজলভ্য স্কিল শেয়ারিং নেটওয়ার্ক । এটি আমরা আপাতত খুবই সীমিত পরিসরে শুরু করতেছি বাংলাদেশের কিছু টেক জায়ান্ট দের কোর্স নিয়ে।আমরা বিশ্বাস করি এই নেটওয়ার্কের মাস্টার্স দের হাত ধরে শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণ করতে পারবে একই সাথে আমাদের মাস্টার্সরা তাদের পূর্ন স্বাধীনতা এবং স্বল্প খরচের নিজেদের জ্ঞান ছড়িয়ে দিতে পারবে। 
মূলত আমাদের ফাউন্ডিং মেম্বার  মোঃ মঈন আহমেদ এবং ইয়াসিন আরাফাত নিজেদের কোর্স হোস্ট করার জন্য মাস্টার্স নেটওয়ার্ক শুরু করেছে এবং পরবর্তী এটা কে ওপেন নেটওয়ার্ক করে দিয়েছে মাস্টার্স দের জন্য। এজন্যই আমাদের প্লাটফর্মের যেকোনো কোর্স হোস্ট করতে আপনাকে খুব বেশী আয় শেয়ার করতে হবেনা। আপনার কোর্সের প্রতি সেলের মাত্র ১২% আমরা রাখবো (যেখানে ৩% পেমেন্ট গেটওয়ে কেটে নিবে, ৫% হোস্টিং এ চলে যাবে, লাইসেন্সিং এবং অন্যান্য ক্ষেত্রে কনট্রিউবিশান হিসেবে ৪%) বাকি পুরো টাকাই আপনি বুঝে পাবেন । 
সুতরাং, আশা করি আপনি ইতিমধ্যে বুঝে গেছেন যে এই নেটওয়ার্ক আয়ের উদ্দেশ্যে বা ব্রান্ড হিসেবে ক্রিয়েট করার জন্য। আমরাও চাই আপনি আমাদের সাথে যুক্ত হন । ধন্যবাদ