Privacy policy
আমরা আমাদের ব্যবহারকারীর তথ্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে শেয়ার করিনা। আপনার তথ্য শুধু আমাদের ডাটাবেইজে সংরক্ষিত । আপনি চাইলে আমাদের পেজে বা সাপোর্ট এ যোগাযোগ করে আপনার তথ্য মুছে ফেলার জন্য আবেদন করতে পারবেন।
আসসালামু ওলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন। যেহুতু আমি দীর্ঘদিন ধরে কোর্স আপলোড করবো করবো বলেও নিজ মানসিকাবস্থা ও ব্যস্ততার জন্য কোর্স শেষ করতে পারিনি তাই আমি গত প্রায় এক বছর ধরেই রিফান্ড দিচ্ছি। তাই ভাবলাম ওয়েবসাইটেই সরাসরি ফর্মটি দিয়ে দেই। তাছাড়া ওয়েবসাইট মেইনটেইন্স, ডেভেলপমেন্ট সবমিলিয়ে ইতিমধ্যে কোর্স প্রি-ইনরোলমেন্ট এর এমাউন্ট থেকে কয়েকগুন খরচ হয়ে গেছে বা হচ্ছে। আর এখনো আমি প্রায়ই প্রোকাস্টিনেশন এবং বিভিন্ন মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। তাই পুরোনো কোর্সগুলোর ভিডিও আবার এটাচ করে দিচ্ছি আর যাদের রিফান্ড প্রয়োজন নিচের ফর্মটি পূরণ করে আমাকে ইমেইল এ নক দিলেই আমি রিফান্ড করে দিবো। আশা করি ভুলত্রুটি মাফ করে দিবেন আর আমি দুঃখিত এবং লজ্জিত কথা রাখতে না পারায়। ভালো থাকবেন, ধন্যবাদ
রিফান্ড ফর্ম লিংকঃ https://forms.gle/pV5VgGA1FpjWC9Em7
ইমেইলঃ ideasymind@gmail.com