Terms and condition

যেকোনো ওয়েবসাইট বা নেটওয়ার্ক এর শর্তাবলি থাকা আবশ্যক বলে আমরা মনে করি, তবে তা সহজ ও সাবলীল হওয়া উচিত। 

কিছু শর্ত আমাদের মাস্টরমশাইদের জন্যঃ 

  • মাস্টরমশাই আপনাকে অবশ্যই সঠিক তথ্য ব্যবহার করতে হবে রেজিস্ট্রেশন এর জন্য।
  • আমাদের নেটওয়ার্ক এ কোনো বাংলাদেশ আইন বহির্ভূত কার্যক্রম পরিচালনা করা যাবেনা। (এমনকি এই ধরণের কন্টেন্ট বা নলেজ শেয়ার করা যাবেনা)
  • আপনার আয় থেকে ১২% আমাদের প্লাটফর্ম এ রেখে দেওয়া হবে । ( ৩%পেমেন্ট গেটওয়ে, ৫% হোস্টিং, ৪% সিস্টেম ম্যানেজমেন্ট কনট্রিবিউশান )
  • কোর্স বিবরনীতে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে । 
  • শিক্ষার্থীদের মতামত এবং সাপোর্ট এর বিষয়ে মনোযোগী হতে হবে। ( সাপোর্ট যদি কোর্স বিবরণীতে এড করে দিয়ে থাকেন )
  • মাস্টরমশাই এ কোর্স দেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বিষয়ে দক্ষ হতে হবে, আমাদের টিম যদি মনে করে আপনার কোর্স স্ট্যান্ডার্ড না আমরা যেকোনো মূহুর্তে কোর্স মুছে ফেলার বা চেঞ্জ করার  জন্য অনুরোধ  করার অধিকার রাখি 


কিছু শর্ত আমাদের শিক্ষার্থীদের জন্যঃ 

  • অবশ্যই নিজের সঠিক তথ্য ব্যবহার করতে হবে। (১৬ বছরের নিচে হলে বাবা অথবা মায়ের আইডেন্টি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবেন)
  • মাস্টার্স নেটওয়ার্ক এ আপলোড করা সমস্ত কোর্স আমাদের কপিরাইট এর আওতাভুক্ত, তাই আশা করবো কোর্স শেয়ার করবেন না বা কোর্সের কোনো মিসইউজ করবেন না ।  আপনার প্রদানকৃত কোর্স ফি, আমাদের  সিস্টেম সচল রাখে, কোয়ালিটি বজার রাখতে সহায়ক, পাশাপাশি যার কাছ থেকে শিখছেন তাকে দক্ষিনা না দিয়ে তার সাথে বেঈমানি  করা তার হক নষ্ট করা হয়তো উচিত হবেনা আপনার। 
  • অবশ্যই কমিউনিটি তে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। 


কিছু শর্ত রিফান্ডের জন্যঃ 

  • শুধুমাত্র কমিটমেন্ট অনুযায়ী কোর্স কন্টেন্ট না থাকলে আপনি রিফান্ড চাইতে পারবেন , সেক্ষেত্রে কোর্স কেনার ৩ ঘন্টার মধ্যে রিফান্ড রিকোয়েস্ট করে আবার পেজে ম্যাসেজ দিতে হবে। 


কিছু শর্ত লেনদেন বিষয়ে ঃ

  • কোর্স বিক্রি শুরু হলে আপনার একাউন্ট এ যখন নূন্যতম ৫০০০ টাকা হবে আপনি উইড্রয়াল রিকোয়েস্ট পাঠাতে পারবেন । এক্ষেত্রে ২-৫ কর্মদিবসের মধ্যে আমরা আপনার টাকা প্রসেস করে দিবো ।(আপনার প্রদানকৃত ব্যাংক অথবা অন্য মাধ্যমে) 


কমিউনিটি রক্ষার্থে কিছু শর্তঃ

  • অবশ্যই সকলের সাথে সম্মানসূচক আচরণ করতে হবে
  • এই সাইট ব্যবহার করে কোনো ধরণের আইন বর্হিভূত কাজ করা যাবেনা 
  • আমাদের সাইট এ নজরদারী , যেকোনো কিছু (কমেন্ট, কন্টেন্ট, কোর্স, ফিডব্যাক ইত্যাদি ) মুছে ফেলার সম্পূর্ন অধিকার রয়েছে নেটওয়ার্ক টিকে সবার জন্য নিরাপদ করার লক্ষ্যে। 
  • আমাদের ওয়েবসাইট এর সিকিউরিটি সিস্টেম এ কোনো প্রকার সদুপায় অবলম্বন করা যাবেনা 
  • কোনো ধরণের কপিরাইট প্রটেক্টেড  কন্টেন্ট আপলোড করা যাবেনা 
  • কোনো অনিয়ম পেলে অথবা আপনার বিপদজনক মনে হলে , আমরা যেকোনো  সময় যেকোনো ব্যবহারকারীকে ব্যান করার অধিকার রাখি।


মার্কেটিং বিষয়াদিঃ 

  • যেহুতু আমরা মাস্টরমশাইদের কাছ থেকে কোনো প্রকার অর্থ নিচ্ছিনা মার্কেটিং এর জন্য তাই আমরা কোনো পেইড মার্কেটিং করবোনা আপনাদের কোর্স। 
  • কমিউনিটি তে আপনি অবশ্যই কোর্স প্রমোশন করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই স্প্যাম করা যাবেনা 
  • যদি আপনি পেইড মার্কেটিং করাতে চান এক্ষেত্রে আমাদের মার্কেটার বা পেজ থেকে অবশ্যই কোর্স প্রমোশন করাতে পারবেন , ১০০০ টাকা থেকে শুরু করে যেকোনো এমাউন্ট এর বাজেট নিয়ে। 
  • গ্রুপ পোস্ট , পেজে প্রমোশনাল পোস্ট সম্পূর্ন ফ্রি। এক্ষেত্রে আমরা কোনো এডিশনাল চার্জ নিবোনা।